ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক ‌ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

0
58

স্বাধীনতা সংগ্রামে দৈনিক ‌ইত্তফাকের ভূমিকা ছিল অপরিসিম

৭০ বছরে পদার্পণে দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শনিবার ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বিভুতি ভূষণ দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম সফিকুল্লাহ ,ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুর হোসেন , ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খ আ ম রশিদুল ‌ইসলাম , টেলিভিশন জার্ণালিস্ট এসোসিয়েশনের সভাপতি মন্‌জুরুল আলম প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক রিয়াজউদ্দিন জামির সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক ‌ইত্তেফাকের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ আরজু। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন শাহিন, সাবেক সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সহসভাপতি মফিজুর রহমান লিমন ,সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়কআবদুন নুর, দৈনিক যায় যায়দিনের স্টাফ রিপোর্টার বাহারুল ইসলাম মোল্লা, সাংবাদিক সৈয়দ রিয়াজ আহমেদ অপুও দৈনিক ইত্তেফাকের সরাইল ‌উপজেলা সংবাদদাতা জুলকার নাইন প্রমুখ। বক্তারা বলেছেন,স্বাধীনতা সংগ্রামে দৈনিক ইত্তফাকের ভূমিকা ছিল অপরিসিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here