সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী বীমা মেলার সিদ্ধান্ত

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৫৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২ ২৩৯ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় তিন দিনব্যাপী বীমা মেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রোববার সন্ধ্যায় জীবন বীমা কর্পোরেশনের কার্যালয়ে বিভিন্ন বীমা কোম্পানীর প্রতিনিধিদের এক সভায় বীমা মেলার সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জীবন বীমা কর্পোরেশনের মোঃ মিজানুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ফারইস্ট ইনসিওরেন্স কোম্পানীর মোঃ তাজুল ইসলাম, ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানীর মোহাম্মদ আরজু, ন্যাশনাল লাইফ ইনসিওরেন্সের আপেল মাহমুদ, প্রাইম ইসলামী লাইফের মোঃ আমীর ফারুক, সাধারণ বীমা কর্পোরেশনের পার্থ কুমার রায়, সোনালী লাইফ ইন্সুরেন্সের মোঃ মোহন মিয়া প্রমুখ। সভায় বীমা মেলা করার লক্ষ্যে জীবন বীমা কর্পোরেশনের মোঃ মিজানুর রহমানকে আহবায়ক ও ফারইস্ট লাইফ ইনসিওরেন্সের মোঃ তাজুল ইসলাম যুগ্ম আহবায়ক করে কমিটি গঠন করা হয়।