ডিঃব্রাঃ ডেস্কঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে আখাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে ফিরোজ মিয়া (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল এলাকার ঢাকা-চট্টগ্রাম রেলপথে ।
নিহত ফিরোজ মিয়া নয়াদিল গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম জানান, দুপুরে নয়াদিল এলাকায় রেললাইন পার হচ্ছিলেন ওই বৃদ্ধ। এসময় চট্টগ্রাম থেকে আসা ময়মনসিংহগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেস ট্রেনে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ট্রেনের চালক হুইসেল বাজানোর পরও বৃদ্ধ ফিরোজ মিয়া শুনতে পাননি। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।