সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৯:৩০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী ২০২২ ১৭৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা পড়ুয়া ছেলের খাবার দিতে গিয়ে ট্রেনের ধাক্কায় সালমা আক্তার (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মধ্যপাড়ার সাদ্দাম মিয়ার স্ত্রী। বুধবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে। রেলওয়ে পুলিশ ফাঁড়ির এস আই সালাউদ্দিন খান নোমান জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি রেলওয়ে স্টেশনের প্রবেশের সময় রেলগেট এলাকায় ওই নারীকে ধাক্কা দেয়। আহত অবস্থায় উদ্ধারের পর ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক সালমাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, সালমা আক্তারের ছেলে পৌর এলাকার কলেজ পাড়ার এক মাদরাসায় পড়াশোনা করে। ছেলের জন্য বাসা থেকে রাতের খাবার নিয়ে যাওয়ার পথে অসর্তকতাবশত ট্রেনের সঙ্গে ধাক্কা খান সালমা আক্তার।
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জি