ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৩
- আপডেট সময় : ০২:৩৬:৩০ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২ ১৩৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক্টরচাপায় আহত মোটরসাইকেল আরোহী এনামুল হকও (২৬) মারা গেছেন। শনিবার (০৫ মার্চ) দিবাগত রাত ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ নিয়ে দুর্ঘটনায় মৃতের সংখ্যা তিনজনে দাঁড়াল। এনামুল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। এ নিয়ে দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুই মারা গেলেন। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত এনামুল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কলেজপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। ক্রিকেট খেলায় তিনি পারদর্শী ছিলেন বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। নাজেল ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কলেজ পাড়ার ওমর আলীর ছেলে ও নাজিম দাতিয়ারায় ভাড়া বাসায় থাকা মামুন ভূঁইয়ার ছেলে তার গ্রামের বাড়ি আখাউড়ার ছতুরা শরীফ গ্রামে। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাক্টরটি আটক করে। তবে চালক পালিয়ে যায়।