ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
- আপডেট সময় : ০৫:৩০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৯ ডিসেম্বর ২০২২ ১০৩ বার পড়া হয়েছে
;দুনীতির বিরুদ্ধে ঐক্য বিশ্ব;প্রতিপাদ্য নিয়ে আজ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি(দুপ্রক), সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের সহায়তায় বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে দিবসটি পালিত হয়। সকালে ব্রাহ্মণবাড়িয়া সর্কিট হাউজ প্রাঙ্গনে দিবসের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। পরে একটি র্যালী বের হয় । র্যালী শেষে শহর বাইপাস সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীল আলম। জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কাব আবদুল মান্নান সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার। অন্যান্যের মধ্যে আলোচনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ অমিনুল ইসলাম,সিভিল সার্জন মোঃ একরাম উল্ল্হ,অতিরিক্তিপুলিশ সুপার জযনাল আবেদিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রণয় চাকমা,জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু,সচেতন নাগরিক কমিটির সহ সভাপতি আবদুন নুর,ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সদস্য মাহবুব খান প্রমুখ।