ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

- আপডেট সময় : ০৭:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মার্চ ২০২২ ২৫২ বার পড়া হয়েছে
”টেকসই আগামীর জন্য জেন্ডারসমতাই আজ অগ্রগণ্য” প্রতিপাদ্য নিয়ে আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ সরকারের অংশদারিত্বে এবং ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ও বৃটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাট ফরম ফর ডায়ালগ প্রকল্পের অধীনে ব্রাহ্মণবাড়িয়া জেলা পলিসি ফোরামের উদ্যোগে সার্কিট হাউজের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন , মহিলা বিষয়ক অধিদপ্তরের উপরিচালক ভিকারুন্নেসা ও প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি । জেলা পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন, শহর সমাজ সেবা কর্মকর্তা শরমিন রহমান চৌধুরী,সনাকের সাবেক সভাপতি জেসমিন খানম, সাবেক পৌর কাউন্সিলর হালিমা মোরশেদ, এডভোকেট হাসিনা বেগম,নারী নেত্রী নিলুফার নেলী,কবি রোকেয়া দস্তগীর,খায়রুল ইসলাম জেলা পলিসি ফোরামের সাধারন সম্পাদক শরীফ উদ্দিন ,সদস্য মোহাম্মদ মাহবুব খান প্রমুখ। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ,এনজিও প্রতিনিধি ও ,নারী নেতৃবৃন্দ ৪০ জন সরাসরি ও ২০ জন ভার্চুয়ালী অংশ গ্রহণ করেন।