ব্রাহ্মণবাড়িয়ায় অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রমোট করার নিমিত্তে বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ

- আপডেট সময় : ০৭:১৪:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২ ১৫৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্নীতি দমন কমিশন (দুদক) এর উদ্যোগে অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের প্রমোট করার নিমিত্তে আজ মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বৃত্তি, শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। অতিথি ছিলেন অতিরিক্তজেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ রুহুর আমিন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল মান্নান সরকার ও দুদকের সহকারী পরিচালক রাফী মোঃ নাজমুস সাদাৎ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি প্রফেসর নজির আহমদ, সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু, জেলা দুপ্রকের সদস্য ও চেম্বার সভাপতি আজিজুল হক, মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, নবীনগর উপজেলা দুপ্রক সভাপতি আবু কামাল খন্দকার, আখাউড়া উপজেলা দুপ্রক সভাপতি এস এম শাহজাদা খাদেম,আশুগঞ্জ উপজেলা দুপ্রক সভাপতি ডাঃ আবদুল্লাহ আল মাহমুদ, কসবা উপজেলা দুপ্রক সভাপতি অধ্যক্ষ হুমায়ুন কবির,প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র চৌধুরী, শিক্ষার্থী সাম্মান আক্তারপ্রমুখ। অনুষ্ঠানে জেলার ৯টি উপজেলার ১৮ জন অসচ্ছল ও মেধাবী ছাত্র ছাত্রী প্রত্যেককে ৬ হাজার টাকা করে এক লক্ষ ৮ হাজার বৃত্তির টাকা ও স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরন বিতরন করা হয়।