ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রেসক্লাবের ইফতার মাহফিল

- আপডেট সময় : ০১:৫১:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৪ এপ্রিল ২০২২ ৫৭৩ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে কসবা পুরাতন বাজার ইকু প্লাজায় কসবা টিভি ভবনের হলরুমে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ৩০পারা কোরআন তেলোয়াওতের শেষে আলোচনা শুরু হয়। কসবা উপজেলঅ প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালীর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন.কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, কসবা পৌরসভার সাবেক মেয়র এমান উদ্দিন জুয়েল,কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,কসবা থানা অফিসার ইনচার্জ মো:আলমগীর ভুইয়া,গোপীনাথপুর আলহাজ্ব শাহআলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম খান,কসবা কমি্উনিটি পুলিশ কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভুইয়া, উপপুলিশ পরিদর্শক রৌওশন আলীসহঅন্যান্য কর্মকর্তারা। ইফতার মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কসবা উপজেলা কেন্দ্রওীয় জামে মসজিদের পেশ ইমাম আব্দুল হান্নান। এ সময় আইনমন্ত্রী আনিসুল হক এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়া দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি সমৃদ্ধি মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক ,শিক্ষক, মুক্তিযোদ্ধা, চিকিৎসকসহ প্রায় ২০০ জন অতিথি অংশ নেন।