মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা ও তিতাস নদীর তীর পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার শহরের নিউমার্কেট প্রাঙ্গণে আয়োাজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহগীর আলম।
পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাইফুল ইসলাম, পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আঃ কুদদূস, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ খালেদ হাসান,সদর উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ সেলিম শেখ প্রমূখ।
আলোচনা সভা শেষে আনন্দ বাজার ঘাটে তিতাস নদী পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করা হয়।