ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য মঈন উদ্দিনকে গণ সংবর্ধনা দিয়েছে পানিশ্বর বাসী
- আপডেট সময় : ১০:১১:৫৮ অপরাহ্ন, রবিবার, ৪ ফেব্রুয়ারী ২০২৪ ৩২ বার পড়া হয়েছে
সরাইলের পানিশ্বরে ব্রাহ্মণবাড়িয়া-২ সরাইল-আশুগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মঈন উদ্দিন মঈনকে গন সংবর্ধনা প্রদান করেছে পানিশ্বর বাসী। অনুষ্ঠানে ফুলের শুভেচ্ছা সিক্ত হন সাংসদ। এসময় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মঈন উদ্দিন বলেন, আপনারা আমাকে যেভাবে শ্রম, অর্থ ও সময় দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছেন তার ঋণ আমি শোধ করতে পারব না। এই ৫ টি বছর আপনাদের মাঝে কামলা হিসেবে থাকব।
পানিশ্বরের সর্বস্তরের জনগণের উদ্যোগে শনিবার বিকেলে পানিশ্বর স্কুল এন্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি কামরুজ্জামান বখশের সভাপতিত্বে ও বিশিষ্ট ব্যবসায়ী উজ্জ্বল মুন্সীর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি ছিলেন সাংসদ আলহাজ্ব মঈন উদ্দিনের সহর্ধমীনি কামরুন্নাহার লাভুনী, সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হানিফ, পানিশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিষ্টার মিয়া, সাবেক চেয়ারম্যান দ্বীন ইসলাম, আশুগঞ্জ উপজেলা প্রবীণ আওয়ামী লীগ নেতা হেবজুল বারি, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান কবীর, দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সাবেক আলহাজ্ব জিয়াউল করীম খান সাজু, আড়াইসিধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম মিয়া, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শাহিন শিকদার, বিশিষ্ঠ ব্যবসায়ী সাগর মিয়া, আশুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ রনি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিফাত শিকদার, যুগ্ম আহ্বায়ক তানভীর আজহার, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।