মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামী লীগের নৌকার মাঝি হতে চান জাপান প্রবাসী প্রকৌশলী আবু শামীম মোহাম্মদ পিয়ার পলাশ। আজ বুধবার বিকেলে সরাইল প্রেসক্লাবে সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে ও সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এ ঘোষণা দিয়েছেন। উপস্থিত ছিলেন কালিকচ্ছ ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নান্নু মিয়া, মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহবায়ক মো. বিল্লাল মিয়া। লিখিত বক্তব্যে পলাশ বলেন, আমি মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ পরিবারের সন্তান। বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করতে গিয়ে অগণিত বার হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। একাধিকবার বাড়ি ঘর ভাংচুর করেছে জামাত বিএনপি’র ক্যাডাররা। বাধ্য হয়ে ২০০৪ খ্রিষ্টাব্দে জাপান চলে যায়। আমার বড় ভাইয়ের বিরূদ্ধে ২৪টি মিথ্যা বানোয়াট মামলা হয়েছে। আমি দীর্ঘ দিন ধরে সরাইল আশুগঞ্জের মানুষদের সাধ্যমত সেবা ও সহায়তা করে আসছি। এই এলাকার মানুষের বেকারত্ব দূর করে মুখে হাঁসি ফুটানোই আমার মূল লক্ষ। সরাইলের উন্নয়ন ত্বরান্বিত করতে নির্বাচিত ও সিলেকশনের এমপিসহ অন্যান্য জনপ্রতিনিধিদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। তাই নিজেই জনপ্রতিনিধি হয়ে এলাকার উন্নয়নের চিন্তা করেছি। সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। দল আমাকে মনোনয়ন না দিলেও নৌকার প্রার্থীর পক্ষে কাজ করে যাব। তবে দলের নীতি নির্ধারকদের কাছে অনুরোধ থাকবে এখানে যেন কোন হাইব্রিড, সন্ত্রাসী, চাঁদাবাজ, অসুস্থ্য ও জনবিচ্ছিন্ন লোককে মনোনয়ন না দেন। পলাশ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, আমি এমপি হতে নির্বাচনী এলাকায় একাধিক শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলব। যেখানে অন্তত ২৫ হাজার লোকের কর্ম সংস্থান হবে। জীবনভর রাজাকার, আলবদর, জঙ্গী ও তাদের উত্তরসূরিদের বিরূদ্ধে লড়াই করেছি। বাকী জীবনও করে যাব।