ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:১৮:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ৯৫ বার পড়া হয়েছে
সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের যে কোনো প্রকার দাবী-দাওয়া আদায়ে সোচ্চার থাকবে বিজন
ব্রাহ্মিণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন বলেছেন,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সাংবাদিকদের কল্যাণে যেমন নিবেদিত থাকবে তেমনি যে কোনো প্রকার দাবী-দাওয়া আদায়ে সোচ্চার থাকবে। প্রগতিশীল সকল কর্মসূচীতে সাংবাদিক ইউনিয়ন অনন্য ভূমিকা রাখবে। তিনি আজ মঙ্গলবার সন্ধ্যার পর ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের দ্বিতীয় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.মনির হোসেন এর সঞ্চালনায় কর্মসূচীর উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মো.আরজু। এসময় অন্যান্যের মাঝে উপসি’ত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আফম কাউসার এমরান,ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সহসভাপতি বিশ্বজিৎ পাল বাবু,যুগ্ম-সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ,কোষাধ্যক্ষ আজিজুল আলম সঞ্চয়,কার্যকরী সদস্য মুজিবুর রহমান খান,জহির রায়হান।