ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে, কমিউনিকেশন নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৫৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ৭ অগাস্ট ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
রবিবার, ০৬ আগস্ট হুসাইন আলি রুবেল কোচিং অ্যান্ড কন্সাল্টেন্সি প্রতিষ্ঠান এর উদ্দোগে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ক্যারিয়ার প্ল্যানিং, গোল সেটিং, কমিউনিকেশন নিয়ে আরও একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটি পরিচালনা এবং স্পিকার হিসেবে ছিলেন প্রফেশনাল ট্রেইনার, সাক্সেস মাইন্ডসেট্ কোচ এবং ষ্টুডেন্ট কাউন্সেলর মোহাম্মদ হোসাইন আলী রুবেল। আরও সাথে ছিলেন মোটিভেশনাল স্পিকার এবং ষ্টুডেন্ট কাউন্সেলর সাবিহা বেগম। কর্মশালাটির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা তাদের ক্যারিয়ার প্ল্যানিং, তাদের ভবিষ্যতের লক্ষ্য ও উদ্দেশ্য কিভাবে নির্ধারণ করবে, কমিউনিকেশনের বিভিন্ন টিপস এবং কিভাবে নিজের উপর পুরো নিয়ন্ত্রণ রেখে একটি সুস্থ এবং সুন্দর জীবন যাপন করা যায় তার উপর আলোকপাত করা হয়েছে।
এই কর্মশালায় যোগদান করতে পেরে ছাত্র-ছাত্রীরা আনন্দিত এবং উচ্ছসিত কারণ এটা তাদের আত্ম উন্নয়নে, ক্যারিয়ার এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে তাদের জীবনে যথেষ্ট ভূমিকা রাখবে বলে তারা মনে করেন। কর্মশালা নিয়ে হোসাইন আলী রুবেল বলেন, আমাদের দেশের অধিকাংশ ছাত্র-ছাত্রীরা এই বিষয়গুলোর ভালভাবে না জানার কারনে তারা তাদের ক্যারিয়ার প্ল্যানিং, গোল সেটিং, কমিউনিকেশন ঠিকভাবে করতে পারে না। যা কিনা এখন তাদের ভবিষ্যৎ ক্যারিয়ার এর জন্য একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়গুলো সম্পর্কে জ্ঞান অর্জন করে তারা তাদের জিবনকে কিভাবে তাদের কাঙ্ক্ষিত লক্ষে নিয়ে যেতে পারে, সেই লক্ষেই আমরা প্রতিটি জেলায় কলেজ এবং ইউনিভার্সিটিগুলোতে কর্মশালা আয়োজন করার পরিকল্পনা গ্রহন করেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার কলেজগুলোতে কর্মশালা পরিচালিত করছি। আমরা আশা করি, ছাত্র-ছাত্রীরা এই কর্মশালায় অংশগ্রহন করে তাদের জীবনকে আরও উন্নত করতে পারবে এবং জীবনে সফলতা নিয়ে আসতে পারবে।