ব্রাহ্মণবাড়িয়া সমাজসেবা অধিদপ্তরের চলতি অর্থবছরে ৩.৫০ কোটি টাকা বিতরণ
- আপডেট সময় : ০৭:৪৬:৩০ অপরাহ্ন, রবিবার, ২৫ জুন ২০২৩ ১৫৬ বার পড়া হয়েছে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলায় চলতি অর্থবছরের ক্যান্সার, কিডনিসহ ৭ শত দুরারোগ্য রোগীর মাঝে ৩.৫০ কোটি টাকার চেক বিতরণ করা হয়। আজ রবিবার ২৫ জুন সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালী উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শাহগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. রুহুল আমিন এবং অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মো. সাইফুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজ, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া কঠিন দুরারোগ্য ব্যাধি। এসব রোগের চিকিৎসা ব্যয় বহুল। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ হিসাবে এসব রোগীদেরকে জনপ্রতি ৫০ হাজার টাকা করে বিতরণ করা হচ্ছে।