বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে আজ মঙ্গলবার সকাল ১১ টায় কলেজের বীর মুক্তিযোদ্ধা এড.হুমায়ুন কবীর মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর কলেজ পরিচালনা পরিষদ সভাপতি এমএএইচ মাহবুব আলমের সভাপতিত্বে ও বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম-আহবায়ক প্রভাষক মাসুম মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড.সৈয়দ শামসুদ্দিন আহমেদ। আলোচনা করেন পৌর কলেজ অধ্যক্ষ হরিলাল চন্দ্র দেবনাথ,বঙ্গবন্ধু পরিষদ সভাপতি কবি জয়দুল হোসেন ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো.মনির হোসেন। স্বাগত ভাষণ প্রদান করেন বঙ্গবন্ধু পরিষদ সদস্য সচিব এটিএম ফয়েজুল কবীর।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড.সৈয়দ শামসুদ্দিন আহমেদ বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না আসলে আমরা যুগের পর যুগ গণতন্ত্রহীন স্বৈরশাসকদের অধীনে নিষ্পেষিত হতে থাকতাম। জাতির পিতার হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার দেখতে পারতামনা। দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশে ফিরে না আসলে আজকের ডিজিটাল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশের চিন্তাও আমরা করতে পারতামনা। তিনি ১৯৮১ সালের ১৭ মে দেশে ফিরে এসে আওয়ামী লীগকে সুসংগঠিত করে স্বৈরশাসকদের পতন ঘটিয়ে দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিয়েছেন। তাঁর কারণেই আমরা মুক্তিযুদ্ধের চেতনার পথে হাঁটতে পারছি।