ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুসলিম মিয়া। পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সিনিয়র সহসভাপতি মো.হেলাল উদ্দিন,সহসভাপতি হাজি মো.হেলাল উদ্দিন,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী মন্টু,সাবেক সাংগঠনিক সম্পাদক এড.মাহবুবুল আলম খোকন, সাবেক দপ্তর সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সদস্য তানজিল আহমেদ, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম সম্পাদক ও পৌর আওয়ামী লীগের সদস্য শেখ মোঃ মহসিন, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জায়েদুল হক, রফিকুল ইসলাম নেহার,সাধু মিয়া,মোস্তাক আহমেদ খোকন, যুগ্ম-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোহেল, এড. গোলাম মহিউদ্দিন স্বপন, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক জীবন, আইন বিষয়ক সম্পাদক এড. আব্দুল জব্বার মামুন, পৌর আওয়ামী লীগের সদস্য হালিমা মোর্শেদ কাজল,গিয়াস উদ্দিন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খবির উদ্দিন, ৪ নং ওয়াডের্র সভাপতি মিজানুর রহমান আনসারী, সাধারণ সম্পাদক অজিত দাস, ৫ নং ওয়াডের্র সভাপতি রফিকুল ইসলাম, ৬ নং ওয়াডের্র সভাপতি হিরণ মিয়া, ৭ নং ওয়াডের্র যুগ্ম-আহ্বায়ক কুদ্দুস, ১১ নং ওয়াডের্র যুগ্ম-আহ্বায়ক বাদল, ১১ নং ওয়াডের্র কাউন্সিলর শাকিল মিয়া, ১২ নং ওয়াডের্র যুগ্ম-আহ্বায়ক কবির, ৮ নং ওয়াডের্র সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ করিম, ১০ নং ওয়াডের্র মাসুম মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেন,ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার বিভিন্ন রাস্তাঘাটের সংস্কারের জন্য কাজের টেন্ডার হয়েছে। কিছু রাস্তার সংস্কার কাজ শুরু হয়েছে,দ্রুত আরো কিছু রাস্তার সংস্কার কাজ শুরু হবে। আগামী বছরের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকাকে দেশের মধ্যে একটি পরিচ্ছন্ন ও সুন্দর পৌর এলাকায় পরিনত করা হবে। তিনি আরো বলেন,আগামী নির্বাচন বড়ো চ্যালেঞ্জ, বিএনপি অংশ নেবে এটা মাথায় রেখেই আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আগামী ২৫ অক্টোবর তারিখের মধ্যে পৌর এলাকার প্রত্যেকটি ওয়ার্ডের সকল পর্যায়ের সংকট কাটিয়ে নির্বাচনের কাজ শুরু করবার প্রস্তুতি নিতে হবে। অন্যথায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করে নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করা হবে। তিনি আরো বলেন,দলের কোথাও যদি পঁচন ধরে তাহলে দল বাঁচাতে সেই পঁচা অংশ কেটে ফেলতে হবে। যারা দায়িত্ব পালনে অপরাগ তাদের পদ ছেড়ে দিয়ে সরে দাঁড়াতেও তিনি অনুরোধ করেন।