ব্রাহ্মণবাড়িয়ায় সেচ্ছাসেবী সংগঠন জেলা নাগরিক ফোরামের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টায় জেলার কুমারশীল মোড়ে ২০০ জন শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। শীতের তীব্রতায় সবচেয়ে কষ্টে থাকে সুবিধা বঞ্চিত ও গ্রামের দরিদ্র মানুষ। এসব অসহায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন জেলা নাগরিক ফোরাম। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক ফোরামের সভাপতি বিশিষ্ট সাংবাদিক পীযূষ কান্তি আর্চায। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক ফোরামের প্রধান পৃষ্ঠপোষক কবি দেওয়ান মারুফ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত,নাগরিক ফোরামের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী,সহ সভাপতি এড উত্তম কুমার,সহ সভাপতি ফয়সাল আহমেদ ওয়াকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা নাগরিক ফোরামের সাংগঠনিক সম্পাদক আবদুল মতিন শিপন। এ সময় ২০০টি কম্বল এলাকার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায় আরও শীতবস্ত্র বিতরণ করা হবে বলে ঘোষণা দেন জেলা নাগরিক ফোরামের সভাপতি পীযূষ কান্তি আচার্য। তিনি বলেন,শীতবস্ত্র বিতরণ গরীবদের প্রতি কোন করুণা নয় বরং এটা সামর্থবানদের নৈতিক দায়িত্ব। শীতবস্ত্র বিতরন কার্যক্রমের সহায়তাকারী কবি দেওয়ান মারুফকে ধন্যবাদ জানিয়ে তিনি শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
Home উপজেলা ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের উদ্যোগে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ