ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের উদ্যোগে ও স্বেচ্ছাসেবী সংগঠন র্যাপ এর সার্বিক সহায়তায় শনিবার ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার পাঘাচং গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা সার্বিক প্রশাসক মোঃসাইফুল ইসলাম। ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু মিয়ার সভাপতিত্বে বক্তৃতা করেন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ শরিফ উদ্দিন, সদস্য মোহাম্মদ মাহবুব খান ,আশিকুর রহমান ভূঁইয়া ,সাবেক প্রধান শিক্ষক হুমায়ুন কবির, পিফোরডি প্রকল্পের সাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা ফ্যাসিলেটর খোদেজা বেগম, র্যাপের সদস্য শেফালী বেগমও জেসমিন আক্তার। উঠান বৈঠকে শতাধিক নারী অংশগ্রহণ করে। অংশ গ্রহণকারী নারীরা বাল্য বাল্য বিবাহ প্রতিরোধে অঙ্গীকার ব্যক্ত করেন। বৈঠকে বক্তারা বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন। বৈঠকে সঞ্চালনা করেন ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সদস্য এস এম শাহীন।