ব্রাহ্মণবাড়িয়া অধ্যাপক হারুনুর রশীদের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

0
25
ব্রাহ্মণবাড়িয়া অধ্যাপক হারুনুর রশীদের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত
ব্রাহ্মণবাড়িয়া অধ্যাপক হারুনুর রশীদের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কবি, গীতিকার, নাট্যকার, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক এ. কে. এম হারুনুর রশিদের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৮ নভেম্বর) সকালে পৌর এলাকার শেরপুরে অবস্থিত মরহুমের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিন বিকালে আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্রের উদ্যোগে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আবরনি আবৃত্তি চর্চা কেন্দ্রের উপদেষ্টা সাংবাদিক আব্দুর নুরের সভাপতিত্বে ও সংগঠনের পরিচালক সাংবাদিক হাবিবুর রহমান পারভেজ সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদদুস।

অনুষ্ঠানে স্মৃতিচারন করেন- প্রফেসর অমৃত লাল সাহা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, বীর মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক রতন কান্তি দত্ত ও জেলা জাসদের সভাপতি আক্তার হোসেন সাইদ, সংগীত পরিচালক আলী মোসাদ্দেক মাসুদ, কবি ও গীতিকার দেওয়ান মারুফ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, প্রেস ক্লাবের সাবেক সহসভাপতি সৈয়দ মোহাম্মদ আকরাম, সাবেক সিনিয়র সহসভাপতি আল আমীন শাহীন, সংগঠক এম.এ বাসেত, মোঃ হোসেন মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন। আরও উপস্থিত ছিলেন- কবি জয়দুল হোসেন, এ কে এম শিবলী, নিহার রঞ্জন সরকার, আনিসুর রহমান রিপন, আনোয়ার হোসেন সোহেল, করবী চক্রবর্তী, নুসরাত জাহান জেরিন, কাজী নাজমুল ইসলাম উজ্জ্বল, তৈয়বুর রহমান ভূইয়া রাসেল, নজরুল ইসলাম ও শেখ আশিকুর রহমান পিয়াস প্রমূখ।

অনুষ্ঠানে হারুনুর রশীদ স্যারের রচিত সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী ফারুক আহমেদ পারুল। হারুনুর রশিদের গ্রন্থনা ও শারমিন সুলতানা নির্দেশনায় দলীয় কবিতা আবৃত্তি করেন আবরনি সংগঠনের বড় দল ও ছোট দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here