শেখ রাসেল দিবসে সম্পূর্ণ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে মাত্র ১১২ টাকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনে চাকুরি পেল ৮৬ জন কর্মচারী। ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ প্রশাসন ও রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিসসমূহের জন্য ২০তম গ্রেডে অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী ও বেয়ারার পদে ৮৬ জন কর্মচারী বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলাপ্রশাসকের কার্যালয়ে যোগদান করেন। মুজিববর্ষের অঙ্গীকার হিসেবে সকলের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন সরকারি দপ্তরে শূণ্যপদে জনবল নিয়োগের কার্যক্রম গ্রহণ করা হয়। তৎপ্রেক্ষিতে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ প্রশাসনের আওতাধীন অফিসসমূহে ৭ টি পদে ৫২ জন এবং রাজস্ব প্রশাসনের আওতাধীন অফিসমূহে ২ টি পদে ৩৮ জন জনবল নিয়োগের লক্ষ্যে গত ২১শে জুন বিজ্ঞপ্তি জারী করা হয়।
প্রকাশিত বিজ্ঞপ্তির আলোকে ২৫জুন হতে ৩১ জুলাই পর্যন্ত টেলিটক বাংলাদেশ লিমিটেড এর সহযোগিতায় অনলাইনে আবেদন গ্রহণ করা হয়। অত:পর ১৮আগষ্ট লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ২০ আগষ্ঠ লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। লিখিত পরিক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের গত ৩ সেপ্টেম্বর হতে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে মেধা ও কোটার ভিত্তিতে সাধারণ প্রশাসনের অধীন ৪ টি পদে ৪৮ জন এবং রাজস্ব প্রশাসনের অধীন ২ টি পদে ৩৮ জন মোট ৮৬ জন নিয়োগের লক্ষ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হন। গত ৫অক্টোবর জারীকৃত নিয়োগ আদেশের প্রেক্ষিতে ৮৬ জন কর্মচারী গতকাল বুধবার শেখ রাসেল দিবসে জেলাপ্রশাসক, ব্রাহ্মণবাড়িয়ার নিকট যোগদান করেন। জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম জানান,সম্পূর্ণ মেধা ও স্বচ্ছতার ভিত্তিতে মাত্র ১১২ টাকায় সরকারি চাকুরিতে ৮৬ জন কর্মচারীর এ নিয়োগ টেকসই অভীষ্ট লক্ষ্যমাত্রা অর্জন, মুজিববর্ষের অঙ্গীকার প্রতিপালন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার যে প্রত্যয় তা অর্জনে বর্তমান সরকারের কর্মপ্রচেষ্টা ফুটিয়ে তোলে।