সেচ্ছাসেবী সংগঠন হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলাসহ আরও কয়েকটি জেলায় কাজ করে যাচ্ছে এই সংগঠনটি এক যুগ ধরে। সামাজিক দায়বদ্ধতা থেকে কাজ করে যাচ্ছে সামাজিক উন্নয়ন, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বাল্যবিয়ে রোধ, সেইসাথে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি গুরুত্বআরোপ করতে বৃত্তি পরীক্ষার আয়োজন। বরাবরের মতো এবারও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে প্রায় ২ হাজারের অধিক শিক্ষার্থীদের নিয়ে স্মাইল ইন লাইফ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব এ জেড এম আরিফ হোসাইন, উপাদক্ষ জনাব হামজা মাহমুদ।তারা বলেন এই ধরণের কার্যক্রম নিসন্দেহে প্রশংসনীয়, আমরা চাই সবাই এগিয়ে আসুক এ ধরণের বুদ্ধিবৃত্তিক কাজে।
এবার বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করেছে জেলা সহ বিভিন্ন উপজেলার প্রায় ৬৭ টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।মোট পরীক্ষার্থী সংখ্যা ২হাজার তার মধ্যে প্রথম শ্রেণি ৪৫০ জন, দ্বিতীয় ৩৫৬ জন, তৃতীয় ২৭৮ জন, চতুর্থ ২৪৮ জন, পঞ্চম ৩০১ জন, ৬ষ্ঠ ২২০ জন, সপ্তম ১৫০ জন ও অষ্টম শ্রেণির ১২০ জন। সংগঠনটির ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি হিসেবে কাজ করছেন আসিফ ইকবাল খান।তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা থেকে ব্যাক্তি উদ্যোগে এই কার্যক্রম করে যাচ্ছেন তিনি। সবাইকে উৎসাহিত করতে স্মাইল ইন লাইফ মেধা বৃত্তি চালু।এতে করে সবাই পড়াশোনার দিকে ধাবিত হবে। তিনি এ বিষয়টাকে আরও বেশি বড় করতে সমাজের বিত্তবানদের সহযোগিতা চান।