ব্রাহ্মণবাড়িয়ায় স্কাউট দিবস পালিত
- আপডেট সময় : ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ এপ্রিল ২০২৩ ১০৫ বার পড়া হয়েছে
আজ ৮ এপ্রিল ২০২৩ শনিবার বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে আলোকিত আইডিযাল ওপেন স্কাউট গ্রুপ, ব্রাহ্মণবাড়িয়া, “স্কাউটিং করবো, স্মার্ট বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইউনিট পর্যায়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় ও জাকজমকপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে বিশেষ ডে-ক্যাম্প ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের আযোজন করে। সকাল ৯.৩০ মিনিটে আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপের সভাপতি জনাব মোঃ আজিজুর রহমান লিটন এর সভাপত্বিতে টেংকেরপাড় (লোকনাথ দিঘীরপাড়), ব্রাহ্মণবাড়িয়ায় স্কাউটস দিবসের কর্মসূচি অনুযায়ী পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুভসূচনা করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপহিত ছিলেন তাজ মো: ইয়াছিন, আহবায়ক, ভোরের সাথী, ব্রাহ্মণবাড়িয়া এবং সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন নিয়াজ মুহাম্মদ কাজল, সম্পাদক, বাংলাদেশ স্কাউটস, ব্রাহ্মণবাড়িয়া জেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সমাজসেবক জনাব রাশেদ কবির আখন্দ, নির্বাহী সদস্য, আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপ। উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল। এসময় আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি জনাব মুহাম্মদ ছায়েদুর রহমান, মোঃ সাদ্দাম হোসেন, কোষাধ্যক্ষ ও রোভার স্কাউট লিডার, আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপ। সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন স্কাউটার মো. লিমন মিয়া, সম্পাদক, আলোকিত আইডিয়াল ওপেন স্কাউট গ্রুপ।সকল কাব স্কাউট এবং রোভারদের সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশ স্কাউটস দিবসের অন্যান্য সকল কর্মসূচী বাস্তবারন করা হয়। কর্মসূচি শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি জনাব তাজ মোঃ ইয়াছিন, এই অভিযানের ভূয়সীপ্রসংশা করে বলেন- ‘পরিস্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। সকলকেই এ কাজে অংশগ্রহণ করা উচিৎ। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্কাউটরা সাধারণ মানুষ থেকে দেশ ও জাতির সকল কল্যাণমূলক কাজে এগিয়ে, তাই স্কাউটদের বিকল্প নেই, স্কাউটরা যেভাবে কাজ করে যাচ্ছে তা সত্যিই প্রসংশার যোগ্য। লোকনাথ দীঘির চারপাশ ও খোলা মাঠ পরিস্কার করায় এবং অতিথিরা অনুষ্ঠানে যোগদান করে সোনামনিদের অনুপ্রাণিত করায় সভাপতি সকল অতিথি এবং কাব, স্কাউট ও রোভারদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচি সমাপ্ত করেন।