ব্রাহ্মণবাড়িয়ায় শ্রী শ্রী মহাদেশ্বের মন্দিরের গণশিক্ষা কার্যক্রম উদ্ধোধন, শিক্ষা সামগ্রী বিতরণ

- আপডেট সময় : ০৮:০৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩ ১৩৯ বার পড়া হয়েছে
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কৃর্তক পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের ৬ষ্ঠ পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শ্রী শ্রী মহাদেশ্বের মন্দিরের গণশিক্ষা কার্যক্রম বুধবার বিকালে উদ্ধোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা, ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিসের সহকারি পরিচালক মনিশংকর কির্ত্তনীয়া। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর অমৃত লাল সাহা সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা ব্রাহ্মণবাড়িয়া জেলা অফিসের জুনিয়র কনসালটেন্ট (প্রশিক্ষণ) বাবু ধৃতব্রত সেন, অবসরপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বাবু সুনীল চন্দ দেব, অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার বাবু প্রবীর চন্দ্র দেব, শ্রমিক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি বাবু বারীন্দ্র নাথ ঘোষ ও শ্রী শ্রী মহাদেশ্বের মন্দিরের গণশিক্ষা কার্যক্রমের ৬ষ্ঠ পর্যায়ের শিক্ষক প্রিয়াংকা চন্দ্র দেব প্রমুখ। পরে অতিথিরা শ্রী শ্রী মহাদেশ্বের মন্দিরের গণশিক্ষা কার্যক্রম অনুষ্ঠানে ৬ষ্ঠ পর্যায়ে শিক্ষার্থীদের হাতে সহজ ধর্মীয় শিক্ষা, খাতা ও কলম বিতরণ করেন।