তিন যুগে বহু মেধাবী ও গুনীদের আত্মপ্রকাশে সৃজনশীল ভূমিকা রেখেছে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু-কিশোর ভিত্তিক সংগঠন “শিশু নাট্যমের” ৩৭ তম প্রতিষ্ঠাাবর্ষিকী উপলক্ষে সাধারণ সভা ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে ব্যাপক উদ্দীপনায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর ভুইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসীম উদ্দিন প্রমূখ। অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ খান বিটুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি মাসুকুল ইসলাম মাসুক। এ সময় বক্তারা বলেন, শিশু নাট্যম তিন যুগেরও বেশী পথচলায় বহু মেধাবী ও গুনীদের আত্মপ্রকাশে সৃজনশীল ভূমিকা রেখেছে। এখানকার শিশু-কিশোররা তাদের অর্জিত জ্ঞান দিয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে আজ সুনামের সাথে ভূমিকা পালন করছে। শিক্ষিত ও মেধাবী সমাজ বিনির্মাণে তাদের ভূমিকা অনন্য।
প্রসঙ্গত, ১৯৮৬ সালে পথচলা শুরু করে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম। সংগঠনটি চিত্রাংকন, বিতর্ক প্রতিযোগীতা, সঙ্গীত, আবৃত্তিসহ বিভিন্ন বিষয়ে শিশু-কিশোরদের প্রশিক্ষণ দিয়ে থাকে।