মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
“শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প” এর আওতায় সদর উপজেলার কুমিল্লা -সিলেট মহাসড়কে জেলাপ্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মঙ্গলবার ২৯ আগস্ট পরিচালিত মোবাইল কোর্টে অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৫টি পরিবহনকে ৫ টি মামলায় মোট ১১,৫০০/= টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং ৯টি হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়। একইসাথে প্রায় ৪০ টি বাস/ট্রাক/অটোতে শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার সেটে দেয়া হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর দায়িত্ব পালন করেন জনাব নাহিদা আক্তার । পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন ও অন্যান্য কর্মচারী ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক জোবায়ের হোসেন জানান, এরূপ কার্যক্রম পরিবেশ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় কর্তৃক অব্যাহত থাকবে।
News Title :
ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট
- Reporter Name
- Update Time : 07:46:18 pm, Tuesday, 29 August 2023
- 193 Time View
Tag :