ব্রাহ্মণবাড়িয়ায় শব্দদূষণ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট

- আপডেট সময় : ০৯:৫০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩ ৭৮ বার পড়া হয়েছে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় পরিবেশ অধিদফতর জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের সহযোগিতায় সদর উপজেলার পুনিয়াউট (বাইপাস) এলাকায় (৩০মে) শব্দদূষণের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। পরিচালিত এই অভিযানে অনুমোদিত মাত্রার অধিক শব্দ উৎপন্ন ও হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ৬ টি পরিবহনকে ৬ টি মামলায় মোট ১০,০০০ টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয়। গাড়িগুলো থেকে ১১ টি হাইড্রোলিক হর্ন জব্দ করে বিনষ্ট করা হয়েছে। একইসাথে প্রায় ৯০টি বাস, ট্রাক ও অটোরিক্সাতে শব্দদূষণ নিয়ন্ত্রণ সংক্রান্ত স্টিকার লাগিয়ে দেওয়া হয়।
মোবাইল কোর্টে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পরিচালনার দায়িত্ব পালন করেন নাহিদা আক্তার। পরিবেশ অধিদফতর পরিদর্শক জোবায়ের হোসেন ও অন্যান্য কর্মচারীদের সঙ্গে পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। পরিবেশ অধিদফতরের পরিদর্শক জোবায়ের হোসেন জানান, এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।