নিয়ামুল ইসলাম আকঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় লিচু খেয়ে এক পরিবারের তিন শিশুসহ ৫ জন অসুস্থ হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গুরুতর অসুস্থ অবস্থায় তাদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। এসব রোগীরা হলেন সদর উপজেলার সহিলপুর ইউনিয়নের কাশিনগর গ্রামের সঞ্জিত ঋষি (২৫), অনামিকা ঋষি (৩০), সোহাগ ঋষি (১২), সিধু ঋষি (৮) ও স্মৃতিরানী ঋষি (৫)। হাসপাতালের চিকিৎসক জানিয়েছে, শিশুসহ ৫ জন শঙ্কামুক্ত হলেও তাদেরকে হাসপাতালের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনে ঢাকা রেফারের ব্যাবস্থায় রাখা হয়েছে।
অসুস্থ সঞ্জিত ঋষি জানান, তিনি শহরের কালাইশ্রীপাড়ার এক হকার থেকে ১৫০ টাকায় ৫০টি লিচু কিনেন। বিকেলে তার বড়ভাবীসহ তার মেয়ে ও ভাতিজারা লিচু খাওয়ার এক পর্যায়ে প্রচুর পেট ব্যাথা ও বমি হয়। পরে তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাইজুর রহমান ফয়েজ জানান, হাসপাতালে লিচু খেয়ে ৫ জন ভর্তি হয়েছেন। তাদেরকে গভীর পর্যবেক্ষণে রাখা হয়েছে। লিচুতে কেমিক্যাল অথবা ফুড পয়জনিং এর কারনে তারা অসুস্থ হতে পারে।