ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেলের ধাক্কায় এক নারী নিহত

- আপডেট সময় : ০২:২৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২ জুন ২০২৩ ১৪৭ বার পড়া হয়েছে
নিয়ামুল ইসলাম আকঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ায় বিরাসার-লালপুর সড়কের নাটাই এলাকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় নিলুফা আক্তার (৫০) নামের এক নারী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিলুফা আক্তার সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের নাটাই গ্রামের সফর বাড়ির আকবর মাস্টারের স্ত্রী।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিলুফা আক্তার নাটাই সফর বাড়ি থেকে রাস্তার পূর্বপাশের কবরস্থানের দিকে যাচ্ছিল। এ-সময় হঠাৎ বেপরোয়া একটি মোটরসাইকেল নিলুফা বেগমকে ধাক্কা দিয়ে চলে যায়৷ স্থানীয়রা নিলুফাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক আওয়াতিফ ইবনে মতিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, মোটরসাইকেলের ধাক্কায় এক মহিলার মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করেছি। ঘাতক মোটরসাইকেল ও মোটরসাইকেল চালককে আটকের চেষ্টায় পুলিশ কাজ করছে।