ব্রাহ্মণবাড়িয়ায় মুসলিম ও হিন্দু বিবাহ রেজিষ্টারদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
- আপডেট সময় : ১০:৫৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩ ৬৬ বার পড়া হয়েছে
দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাল্য বিবাহ নিরোধে অগ্রণী ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ
বাল্যবিবাহ নিরোধও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার মুসলিম ও হিন্দু বিবাহ রেজিষ্টারদের দিনব্যাপী প্রশিক্ষণ আজ মঙ্গলবার জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা রেজিষ্টার সরকার লুৎফুল কবীর। বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোঃ আরজু মিয়া। প্রশিক্ষক ছিলেন আখাউড়া সাবরেজিষ্টার সায়মন ইমতিয়াজ। ব্রাহ্মণবাড়িয়া জেলা কাজী সমিতির সভাপতি মোঃ ইয়াহ ইয়া মাছউদ এর সভাপতিত্বে বক্তৃতাকরেন কাজীসমিতির সহসভাপতি অধ্যক্ষ আবুল কালাম,সাধারন সম্পাদক খাজা বাহাউদ্দিন,অর্থ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম ,মিন্টু রজ্ঞন সাহা ও নতুন নিকাহ রেজিষ্টার কাজী শরীফুল ইসলাম নুরী। প্রশিক্ষণে পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাল্য বিবাহ নিরোধে অগ্রণী ভূমিকা পালনের উপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণে ১১০ জন নিকাহ রেজিষ্টার অংশ গ্রহণ করেন।