সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১০:০৯:১৬ অপরাহ্ন, শনিবার, ২৪ জুন ২০২৩ ১৮৪ বার পড়া হয়েছে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ধরন্তী বিলে মাছ ধরতে গিয়ে নিখোঁজ রবির হোসেন নামে (১৭) এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় দমকল বাহিনীর সদস্যরা বিল সংলগ্ন তিতাস নদী থেকে তার মরদেহটি উদ্ধার করে। সে কালিকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের জলিল মিয়ার ছেলে। সরাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: তরিকুল জানান, গতকাল রাতে রবির তার ভাইকে সাথে নিয়ে ধরন্তী বিলে মাছ ধরতে গিয়ে বিলের পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায় নি। পরে শনিবার সকালে দমকল বাহিনীর সদস্যরা তিতাস নদীতে অভিযান চালিয়ে তার মরদেহ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ স্বাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।