ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ
- আপডেট সময় : ০৭:৪৫:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪ ৪৫ বার পড়া হয়েছে
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। নারীদের প্রতিষ্ঠা করার জন্য তিনি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছেন। তাই নারীরা আজ ফ্রিল্যান্সিং এর মাধ্যমে স্বাবলম্বী হচ্ছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে়ছেন। মন্ত্রী আজ শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের হার পাওয়ার প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট উপহার ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওআইসিটি এস এম শান্তনু চৌধুরী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্ত মোহাম্মদ সেলিম শেখ। বক্তৃতা করেন হার পাওয়ার প্রকল্পের উপ প্রকল্প পরিচালক নিলুফা ইয়াছমিন, শিক্ষার্থী রুমা আক্তার ও আশিকী আক্তার। অনুষ্ঠানে ১৬০ জন নারী শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়ে়ছে।