ব্রাহ্মণবাড়িয়ায় নতুন বই পেল ৮ লক্ষাধিক শিক্ষার্থী মান সম্মত উন্নত শিক্ষা চাই-জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান
- আপডেট সময় : ০৭:৫৬:০২ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০২৪ ৩৪ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় আজ সোমবার ২০২৪ শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিকপর্যায়ে শিক্ষার্থীদের মাঝে বিনা মূল্যে বই বিতরণের উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় মান সম্মত উন্নত শিক্ষা চাই। আজকের শিক্ষার্থী দেরকে আগামীদিনের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে তৈরী করতে হবে। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, জেলা শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শামসুর রহমান ও অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজমীন।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, প্রধান শিক্ষক কাজী সহিদুল ইসলাম, মোঃ সাহিদুল ইসলাম, ইকবাল হোসেন খন্দকার, আবু তাহের মিয়া। বইউৎসবে জেলার ৯ টি উপজেলায় ২হাজার ৫৫৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮লক্ষ ৩ হাজার ৫৯৬ জন শিক্ষার্থীর মাঝে ৬২ লক্ষ ১৩ হাজার ৩৫৫ টি বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে বই পেয়ে শিক্ষার্থীরা খুবই খুশী। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা শিক্ষক শিক্ষর্র্থী ও সাংবাদিক গন উপস্থিত ছিলেন।