ব্রাহ্মণবাড়িয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ উদ্বোধন
- আপডেট সময় : ০৭:০০:২৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ৭১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা সপ্তাহ শুরু হয়েছে।সপ্তাহ উদ্বোধন উপলক্ষে রবিবার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক জিয়াউল হক মীরের সভাপতিত্বে নিবার্হী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের সঞ্চালনায় সভায় বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্ত মোঃ আবদুল কুদদূছ,জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা মুন্সী তোফায়েল হোসেন, ডাঃমাহমুদুল হাসান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ, এডাবের সভাপতি এস এম শাহীন, পৌর কাউন্সিলর মিজান আনসারী , হোসনেআরা,নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহিদুল ইসলাম প্রমুখ। আলোচনা সভায় সপ্তাহ পালনে বিস্তারিত আলোচনা করা হয় এবং বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। সভায় ডেঙ্গু থেকে বেঁচে থাকার জন্যনিজের বাড়িঘর সহ আশ পাশ এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উপর গুরুত্বারোপ করা হয়। সভায় জেলা পর্যায়ের কর্মকর্তা , মুক্তিযোদ্ধা , সাংবাদিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক-শিক্ষার্থী ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন ।