ব্রাহ্মণবাড়িয়ায় ছোট-বড়দের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ

- আপডেট সময় : ০৭:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪ ১৬১ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার দক্ষিণ পৈরতলায় ২য় বারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ছোট-বড়দের অংশগ্রহণে প্রীতি ক্রিকেট ম্যাচ। শুক্রবার সকালে সদর উপজেলার নাটাই দক্ষিন ইউনিয়নের কালিসীমা খিলের মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়েছে।
খেলায় আমান ও সৌরভ একাদশ নামে দুটি দল অংশগ্রহণ করে। এতে স্থানীয় যুবক ও কিশোরেররের অংশ নেয়। খেলার শুরুতে টসে জয়লাভ করে ব্যাটিংয়ে নামে আমান একাদশ। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১১১ রান করে আমান একাদশ। দলেরলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করে করেন অধিনায়ক আরিফুর রহমান আমান ও রাকিবুল হাসান। সৌরভ একাদশের পক্ষে বোলিংয়ে সর্বোচ্চ ৫ উইকেট নেন ইশরাক হক। ১১২ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে দুই ওভার বাকি থাকতে দুই উইকেট হারিয়ে জয় পেয়ে যায় সৌরভ একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন অজয় মালাকার। দুটি রান আউট হওয়ায় আমান একাদশের পক্ষে কেউ উইকেট পাননি।
খেলা শেষে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন ইশরাক মোটরসের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হক সৌরভ, বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ারুল আজিম টিটু, র্যাব কর্মকর্তা জিএম সোহরাব হোসেন সজিব, সাবেক ক্রিকেটার আরিফুর রহমান আমান, সাংবাদিক আবুল হাসনাত মো. রাফি, প্রবাসী সাদ্দাম সিকান্দার সামি, চাকরিজীবি রবিউল আহমেদ রনি, নজরুল ইসলাম বাবু, ব্যবসায়ী রাশেদুল ইসলাম সুমন, সাংবাদিক সামিউল আহমেদ সামি, ৬নং ওয়ার্ডের কাজি শফিকুল ইসলাম, সিকান্দর আলি কার্নি, আরিফুল ইসলাম রোকন এবং সিকান্দার আলি নকি।
পরে ৫ উইকেট পাওয়ায় ম্যান অব দ্য ম্যাচ ইশরাক হক এবং ৫১ রান করায় অজয় মালাকারের হায়ে বেস্ট ব্যাটস ম্যানের পুরস্কার তোলে দেওয়া হয়৷ প্রীতি ম্যাচে ধারাভাষ্যকার ছিলেন সঙ্গীত শিল্পী সাংবাদিক শাহাদাত হোসেন সোহেল।