ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিল্ডিং কোড আইন অমান্য করে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকায় বাড়ি নির্মাণের অভিযোগ নবীনগরে অগ্নি নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ ও মহড়া অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত তারাবী নামাজের টাকা নিয়ে সংর্ঘষ, আহত ১৫ ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগ নেতা শফিকুল ইসলাম ঢাকা বিমানবন্দর থেকে গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় ঈদ উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত শিশুরা পেল ঈদ-পোশাক সরাইলে শহীদ পরিবারের পাশে এনসিপি’র যুগ্ম আহবায়ক আশরাফ উদ্দিন মাহদি ব্রাহ্মণবাড়িয়ায় ডিপিএফ’র মাসিক সভা অনুষ্ঠিত শেখ মুজিবকে স্বাধীনতার ঘোষক দাবি করে ফেসবুকে পোস্ট, এসিল্যান্ডকে অব্যাহতি বন্দিদের ইফতারে ব্যাতিক্রমী উদ্যোগ নিয়েছে ব্রাহ্মণবাড়িয়া কারা কর্তৃপক্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে সাংবাদিক আশিক হত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩ ৮৬ বার পড়া হয়েছে

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত আশিকুল ইসলাম

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়ায় ইজিবাইকের গতিরোধ করে আশিক নামের এক সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে শহরের ফারুকী পার্ক সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই অভিযুক্ত কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য ঘাতক রায়হান আহমেদ সোহানকে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে আটক করেছে পুলিশ।

নিহত আশিকুর রহমান আশিক ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। আশিক জেলা শহরের মেড্ডা এলাকার বাসিন্দা কুয়েত প্রবাসী আশরাফ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাতিঘর নামের একটি মানবসেবামূলক সামাজিক সংগঠনের কর্মী ও ‘ব্রাহ্মণবাড়িয়া মাদক বিরোধী আন্দোলন’ এর সভাপতি ছিলেন। এবং জেলা শহরে বিভিন্ন এলাকায় সিফাত, সৌরভ, তৈয়ব, সাঈফ, রিজু’সহ মাদক বিরোধী প্রচার প্রচারণা চালাতেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, ‘বেওয়ারিশ লাশ স্বেচ্ছায় দাফন কাজের সঙ্গে জড়িত বাতিঘর নামক সংগঠনের মাসিক সভা ছিল শহরের ফারুকী পার্কে। সেখান থেকে সভা শেষ করে শহরে ফেরার পথে মাদকাসক্ত রায়হান’সহ আরও ৪-৫ জন আশিককে বহনকারী ইজিবাইকের গতিরোধ করে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় আশিকসহ ইজিবাইকে থাকা আরও ২-৩ জন আক্রমণকারীদের পেছনে দৌড়াতে থাকেন। একপর্যায়ে আশিক রাস্তায় ঢলে পড়েন। পরে সংগঠনের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ‘বাতিঘর সংগঠনের সদস্য স্বেচ্ছায় রক্তদাতা এক যুবককে “রক্ত বিক্রেতা” বলা নিয়ে রায়হানের সঙ্গে আশিকের ২ দিন আগে বাদানুবাদ হয়েছিল। এর জেরে রায়হান পরিকল্পিতভাবে আশিকের ওপর হামলা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আশিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বাতিঘরের আহবায়ক ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন বলেন, ‘বিকালে বাতিঘর সংগঠনের মাসিক সভা ছিল অবকাশ পার্কে। সেখান থেকে সভা শেষে ফেরার পথে মাদকাসক্ত রায়হান নামের একটি ছেলেসহ আরও ৪-৫ জন আশিকের অটোরিকশা ঘেরাও করে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এদিকে, ঘাতক রায়হান ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে রবিউল হোসেন রুবেল বলেন, ছাত্রলীগের মিটিং-মিছিলে সে ভাদুঘর থেকে অংশ নিতো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে সাংবাদিক আশিক হত্যা

আপডেট সময় : ১০:১৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ৯ জানুয়ারী ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় ইজিবাইকের গতিরোধ করে আশিক নামের এক সাংবাদিককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ অভিযোগ পাওয়া গেছে। সোমবার (৯ জানুয়ারি) সন্ধ্যার দিকে শহরের ফারুকী পার্ক সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। ঘটনার ঘণ্টাখানেকের মধ্যেই অভিযুক্ত কিশোর গ্যাং এর সক্রিয় সদস্য ঘাতক রায়হান আহমেদ সোহানকে জেলা শহরের শিমরাইলকান্দি এলাকা থেকে আটক করেছে পুলিশ।

নিহত আশিকুর রহমান আশিক ‘দৈনিক পর্যবেক্ষণ’ পত্রিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। আশিক জেলা শহরের মেড্ডা এলাকার বাসিন্দা কুয়েত প্রবাসী আশরাফ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় বাতিঘর নামের একটি মানবসেবামূলক সামাজিক সংগঠনের কর্মী ও ‘ব্রাহ্মণবাড়িয়া মাদক বিরোধী আন্দোলন’ এর সভাপতি ছিলেন। এবং জেলা শহরে বিভিন্ন এলাকায় সিফাত, সৌরভ, তৈয়ব, সাঈফ, রিজু’সহ মাদক বিরোধী প্রচার প্রচারণা চালাতেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম জানান, ‘বেওয়ারিশ লাশ স্বেচ্ছায় দাফন কাজের সঙ্গে জড়িত বাতিঘর নামক সংগঠনের মাসিক সভা ছিল শহরের ফারুকী পার্কে। সেখান থেকে সভা শেষ করে শহরে ফেরার পথে মাদকাসক্ত রায়হান’সহ আরও ৪-৫ জন আশিককে বহনকারী ইজিবাইকের গতিরোধ করে বুকের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এসময় আশিকসহ ইজিবাইকে থাকা আরও ২-৩ জন আক্রমণকারীদের পেছনে দৌড়াতে থাকেন। একপর্যায়ে আশিক রাস্তায় ঢলে পড়েন। পরে সংগঠনের অন্য সদস্যরা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ‘বাতিঘর সংগঠনের সদস্য স্বেচ্ছায় রক্তদাতা এক যুবককে “রক্ত বিক্রেতা” বলা নিয়ে রায়হানের সঙ্গে আশিকের ২ দিন আগে বাদানুবাদ হয়েছিল। এর জেরে রায়হান পরিকল্পিতভাবে আশিকের ওপর হামলা করেছেন বলে ধারণা করা হচ্ছে। আশিকের মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। বাতিঘরের আহবায়ক ইঞ্জিনিয়ার আজহার উদ্দিন বলেন, ‘বিকালে বাতিঘর সংগঠনের মাসিক সভা ছিল অবকাশ পার্কে। সেখান থেকে সভা শেষে ফেরার পথে মাদকাসক্ত রায়হান নামের একটি ছেলেসহ আরও ৪-৫ জন আশিকের অটোরিকশা ঘেরাও করে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

এদিকে, ঘাতক রায়হান ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সমর্থক বলে জানিয়েছেন স্থানীয়রা। এ বিষয়ে রবিউল হোসেন রুবেল বলেন, ছাত্রলীগের মিটিং-মিছিলে সে ভাদুঘর থেকে অংশ নিতো।