ব্রাহ্মণবাড়িয়ায় ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই শিশুর মৃত্যু
- আপডেট সময় : ০৯:১৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুন ২০২৩ ১৪৫ বার পড়া হয়েছে
মোঃনিয়ামুল ইসলাম আকন্ঞ্জিঃ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ইঁদুর মারার ট্যাবলেট খেয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর একটার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ফাতেমা বেগম (৪) উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকার ইলিয়াস মিয়ার মেয়ে ও একই এলাকার কাশেম মিয়ার মেয়ে জান্নাত (৪)। তার সম্পর্কে মামাত ফুফাত বোন ছিলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে অরুয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন ভূঁইয়া জানান, বৃহস্পতিবার দুপুরে উপজেলার অরুয়াইল ইউনিয়নের বারপাকিয়া এলাকায় নিজ বাড়ির পাশে দুই শিশু খেলা করছিলো। খেলার কোন এক ফাঁকে বাড়ির ঘরের পাশে ইঁদুরের গর্তে ইঁদুর মারার জন্য সাদা ট্যাবলেট দিয়ে রাখে পরিবারের সদস্যরা। গর্ত থেকে সেই ট্যাবলেট শিশু দু’জন চকলেট মনে করে খেয়ে ফেললে অচেতন হয়ে পড়ে। পরে স্বজনেরা তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এক শিশুর মৃত্যু হয়। অপর শিশুকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, স্হানীয়দের মাধ্যমে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি।