ব্রাহ্মণবাড়িয়ায় আবারও বেঁকে গেছে রেললাইন

- আপডেট সময় : ০৩:১৮:২৩ অপরাহ্ন, শনিবার, ২৯ এপ্রিল ২০২৩ ৮৮ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত গরমে দাড়িয়াপুর এলাকায় আবারও বেঁকে গেছে রেললাইন। আজ শনিবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে শহরের দাড়িয়াপুর এলাকায় লাইনটি বাঁকা হয়ে যায় বলে জানিয়েছেন। স্টেশন মাস্টার রফিকুল ইসলাম ঘটনা নিশ্চিত করে বলেন সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি তীব্র গরমে সেই লাইনটি ফের বেঁকে গেছে। বাঁকা হয়ে যাওয়া লাইন দিয়ে ঢাকাগামী ট্রেন চলাচল আপাতত বন্ধ থাকবে। তবে এক লাইনে আপ-ডাউন ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই জায়গায় রেললাইন বেঁকে একটি মালবাহী কন্টেইনার ট্রেনের ৭টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় ৩১ ঘণ্টা বন্ধ থাকার পর গতকাল শুক্রবার রাত ৮টার দিকে আপলাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, রেললাইন মেরামত এবং স্লিপার বসানো শেষে গতকাল ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছিল। আজকে একই স্থানে গরমের কারণে রেললাইন বেঁকে গেছে। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।