ব্রাহ্মণবাড়িয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

- আপডেট সময় : ০৬:৫৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ৮ মার্চ ২০২৩ ১১০ বার পড়া হয়েছে
”ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈশম্য করবে নিরসন” এই প্রতিপাদ্য নিয়ে আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরে যৌথ আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউতলী মোড় থেকে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা পশাসকের কর্যালয়ে শেষ হয়। পরে জেল প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা জেলা প্রশাসক মোঃ শাহগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন,জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সিভিল সার্জন মোঃ একরাম উল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মহিলা অধিদপ্তরের উপপরিচালক ভিকারুন্নেসা। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় ব্ক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া ডিষ্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি মোহাম্মদ আরজু,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি পীযুষ কান্তি আচার্য,বীর মুক্তিযোদ্ধা আবু হোরায়রাহ,এডাব সভাপতি এস এম শাহিন,সনাকের সহসভাপতি নেলী আক্তার,সাবেক পৌর কমিশনার হালিমা মোরশেদ প্রমুখ।