বিশ্ব গ্লকোমা সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালী ও আলোচনা সভায় চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোঃ ইয়ামলী খান
অন্ধত্বের হাত থেকে রক্ষা পেতে গ্লকোমার বিষয়ে সকলকে সচেতন হতে হবে
বিশ্ব গ্লকোমা সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “আপনার দৃষ্টি রক্ষা করুন, সুন্দর পৃথিবী উপভোগ করুন” এই শ্লোগানকে সামনে রেখে আজ বুধবার সকালে শহরের মৌলভী পাড়া ব্রাহ্মণবাড়িয়া চক্ষু হাসপাতাল চত্বর থেকে চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইয়ামলী খানের নেতৃতে একটি বর্ণ্যাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ব্রাহ্মণবাড়িয়া চক্ষু হাসপাতাল ও এরিস্টো ভিশন লিঃ এর যৌথ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (চক্ষু বিভাগ) ডাক্তার মোঃ ইয়ামলী খান। এতে ব্রাহ্মণবাড়িয়া চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাঃ মোহাম্মদ এমদাদুল হকের সভাপতিত্বে ও ডাঃ মোঃ রুহুল আমিন হাসান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অপটোমেট্রিস্ট মোছাঃ নাসরিন আক্তার, অপটোমেট্রিস্ট মোছাঃ তাসলিমা আক্তার, সাংবাদিক নিয়াজ মোঃ খান বিটু প্রমুখ। সভায় চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মোঃ ইয়ামলী খান বলেন, মানুষকে দৃষ্টি শক্তিহীন করতে গøকোমা একটি প্রধান কারণ। এই রোগে আক্রান্তরা ক্রমেই অন্ধকার জীবনের দিকে ধাবিত হয়। তবে জনসচেতনাই পারে মানুষকে এই মারাত্মক ব্যাধি থেকে রক্ষা করতে। তাই চোখের সমস্যা নিয়ে অবহেলা না করে দ্রুত চক্ষু চিকিৎসকের শরনাপন্ন হয়ে তার যাথাযথ চিকিৎসা করাতে হবে। অন্ধত্বের হাত থেকে রক্ষা পেতে গ্লকোমার বিষয়ে সকলকে সচেতন হতে হবে।
এনই আকন্ঞ্জি