বিপ্লবী উল্লাসকর দত্তের পৈতৃক ভিটি সংরক্ষণের দাবীতে সরাইলে মানববন্ধন

0
71

মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ

উপমহাদেশের অগ্নিযুগের অগ্নিপুরূষ বিপ্লবী উল্লাসকর দত্তের সরাইলের কালীকচ্ছের পৈতৃক ভিটি সরকারী ভাবে সংরক্ষণ করে বিট্রিশ বিরোধী আন্দোলনের প্রাণপুরূষ দেশ প্রেমিকের ইতিহাসকে সংরক্ষণের দাবীতে সরাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদ, জেলা ও সরাইল উপজেলা উদীচী শিল্পগোষ্টীসহ কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন। আজ সোমবার বিকেলে তারা সরাইল প্রেসক্লাব ও শহীদ মিনার সংলগ্ন সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। উদীচী শিল্পগোষ্টী সরাইল শাখার সভাপতি মো. মোজাম্মেল পাঠানের সভাপতিত্বে ও উল্লাসকর দত্ত স্মৃতি পরিষদের আহবায়ক আহমদ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, জেলা উদীচীর সভাপতি মো. জহিরূল ইসলাম, সম্পাদক মো. ফেরদৌস রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুর রাশেদ, শেখ মজলিশ ফুয়াদ, কবি রোকেয়া বেগম, দেওয়ান রওশন আরা লাকী, এ্যাডভোকেট নুরে আলম মৃধা, মো. ইকবাল হোসেন, মোছা. মাহফুজা বেগম ও আবুল কাশেম। বক্তারা বলেন, উল্লাসকর আমাদের গৌরব। তিনি আমাদের অহঙ্কার ও অনুপ্রেরণার উৎস। উপমহাদেশের গৌরবময় ইতিহাসের অংশ। তাদের দেশ প্রেমের ইতিহাসই আমাদেরকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্ভুদ্ধ করেছিল। অখন্ড ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রাণ পুরূষ উল্লাসকর দত্তের জন্মভিটা সরকার কর্তৃক দ্রূত অধিগ্রহন ও সংরক্ষণ করূন। ভূয়া দলিল সৃজন করে উল্লাসকর দত্তের বাড়িটির মালিকানা দাবী করছেন একটি মহল। তারাই তড়িগড়ি করে বিপ্লবী এই পুরূষের দেড়-দুই শতাধিক বছরের পুরাতন বাড়িটির অবয়ব ধ্বংস করে দখলের চেষ্টা করছে। তা হতে দেয়া যাবে না। দেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ও প্রগতিশীল মানুষ কখনো এই ইতিহাস ধ্বংস করতে দিবে না। উল্লাসকর দত্ত রাষ্ট্রীয় সম্পদ। রাষ্ট্রকেই তার ইতিহাস ও ঐতিহ্যকে সংরক্ষণে এগিয়ে আসতে হবে। পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও দেশ প্রেমের ইতিহাস সম্পর্কে উদ্ভুদ্ধ করতে বাড়িটি সংরক্ষণ খুবই জরূরী। তাই দ্রূত এই বিষয়ে ব্যবস্থা গ্রহন করার দাবী জানাচ্ছি। নতুবা আমরা নতুন করে কর্মসূচি দিতে বাধ্য হব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here