বিদুৎতের তার ঢাকা পড়েছে জঙ্গলে রক্ষানাবেক্ষনের নাম নেই

0
106

রক্ষনাবেক্ষনের নাম নেই। বিদুৎতের তার ঢাকা পড়েছে জঙ্গলে। যেকোন সময় দূর্ঘটনার আশঙ্কা এলাকাবাসীর। কিন্তু বারবার অভিযোগ জানিয়েও কোন প্রতিকার মিলছেনা। বিদুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরন বিভাগ-১ এলাকার অফিস কার্যালয় সংলগ্ন দাতিয়ারায় বিদুৎ লাইনে এ অবস্থা দৃশ্যমান। স্থানীয়রা জানান, দাতিয়ারা পুরাতন ওয়াপদা গেইট থেকে পুনিয়াউটের দিকে যাওয়া বিদুৎ লাইনের বেশীরভাগই গাছের ডালপালা বা লতাপাতায় মুড়ানো বিদুত্যের তার দেখা যায় কোন কোন অংশে। বিদুত্যের অভিযোগ কেন্দ্রের পেছনেই দেখা গেছে করুন অবস্থা। মাসের পর মাস ধরে এ অবস্থা চললেও রক্ষনাবেক্ষন করা হয়না বলে অভিযোগ করেন এলাকার মানুষ। সেখানে বিদ্যুতের একটি পুলে থাকা পৌর বাতিও জঙ্গলে ঢাকা পড়ায় রাতে অন্ধকারাচ্ছন্ন থাকছে সড়ক। বিদুৎ লাইনের বেহাল অবস্থার বিষয়টি নির্বাহী প্রকৌশলী সবুজ কান্তি মজুমদারকে একাধিকবার জানানো হয়েছে বলে জানান এলাকার মানুষ। ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা দেখাশুনার দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন জানান, টেন্ডার দেওয়া হয়েছে বৃষ্টি কমলেই এগুলো পরিষ্কার করা হবে।

এনই আকন্ঞ্জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here