বিজয়নগরে মোবাইল ফোন রবি টাওয়ারের প্রহরী খুন।

0
84
বিজয়নগরে মোবাইল ফোন রবি টাওয়ারের প্রহরী খুন
বিজয়নগরে মোবাইল ফোন রবি টাওয়ারের প্রহরী খুন

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলাযর বুধন্তি ইউনিয়নের বুধন্তি গ্রামে অবস্থিত মোবাইল ফোন রবি টাওয়ারের প্রহরী খুনের ঘটনা ঘটে, নিহত ব্যক্তি, উপজেলার বুধন্তি ইউনিয়নের বুধন্তি গ্রামের মৃত জব্বার ভূঁইয়ার ছেলে আবুলাল ভূইয়া (৬০)। মঙ্গলবার ১৮ জুলাই রাতের কোন এক সময় এখুনের ঘটনা ঘটে, খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ইসলামপুর পুলিশ ফাঁড়ি এবং পুলিশ বিওরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা, ঘটনা স্থল পরিদর্শন করেন। এ বিষয়ে স্থানীয় মেম্বার (সাবেক) ফয়েজ খান, চমক ভুইয়া সহ অন্যান্যরা জানান, নিহত আবুলাল ভূইয়া দীর্ঘদিন যাবত উক্ত মোবাইল ফোন রবি টাওয়ারের প্রহরী কাজ করে আসছেন, প্রতিদিনের মতো ঐদিনও রাতে পাহারার উদ্দেশ্যে এখানে রাত কাটান, রাতের কোন এক সময়ে সংঘবদ্ধ চোর চক্র, টাওয়ারের বাউন্ডারির ভিতরে ঢুকে জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে ব্যবহৃত মশারি দ্বারা হাত পা বেধে তাকে খুন করে মেঝেতে ফেলে রাখে, এবং টাওয়ারে অতি মূল্যবান ব্যাটারি সহ অন্যান্য যন্ত্রপাতি নিয়ে চলে যায়। তাহারা আরো জানান নিহতের মুখে ফেনা ছিল। এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের প্রেরণের প্রক্রিয়া চলছে এবং উক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here