বিচারকের স্বাক্ষর সিল জালিয়াতির অভিযোগে সরাইলের ছাত্রলীগ সম্পাদক গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:২৯:২২ অপরাহ্ন, সোমবার, ১২ ডিসেম্বর ২০২২ ৮১ বার পড়া হয়েছে
মাহবুব খান বাবুলঃ সরাইল থেকেঃ
ব্রাহ্মণবাড়িয়া চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকের স্বাক্ষর ও সিল জালিয়াতির অভিযোগে সরাইলের ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ বাপ্পিকে (২৯) গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বাপ্পি সরাইল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। আজ সোমবার সকালে সরাইল সদর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সিআইডি ও মামলা সূত্র জানায়, গত ৩-৪ মাস আগে পুলিশ সন্দেহজনক ভাবে মটর বাইক করেন। কাগজপত্র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রট আদালতের বিচারকের স্বাক্ষরটি পুলিশের সন্দেহ হয়। ওই স্বাক্ষরযুক্ত কাগজ বিচারককে দেখালে তিনি বলেন এই স্বাক্ষর আমার না। এ ঘটনায় এ্যাডভোকেট ইশতিয়াক বাদী হয়ে বিচারকের স্বাক্ষর ও সিল জালিয়াতির অভিযোগে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করছেন সিআইডি। এই মালার ৫ নম্বর আসামী বাপ্পি। গত ২-৩ মাস আগে এই মামলার ৩ আসামীকে সরাইল থেকে গ্রেপ্তার করেছিল সিআইডি। ব্রাহ্মণবাড়িয়া সিআইডি’র পুলিশ সুপার শাহরিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালতের কাগজপত্র জালিয়াতির অভিযোগে এক আইনজীবী আদালতে মামলা করেন। ওই মামলায় গতকাল সকালে নিজ বাড়ি থেকে বাপ্পিকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।