বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান
- আপডেট সময় : ০৫:০০:৪১ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২ ২২৭ বার পড়া হয়েছে
বাংলাদেশ সরকারের অংশীদারিত্বেএবং ইউরোপীয়ান ইউনিয়নের অর্থায়নে ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়িত প্লাটফর্মস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের অধীনে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ)-ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আজ বুধবার ফোরামের মাসিক সভা স্থানীয় এ মালেক কনভেনশস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ডিপিএফ ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মোহাম্মদ আরজু মিয়া। সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ডিপিএফর সহসভাপতি এস সি তাপসী রায়, সাধারন সম্পাদক মোঃ শরিফ্ উদ্দিন, এস এম শাহীন,,আইয়ুব খান, পৌর কাউন্সিলার নিলুফা ইয়াসমিন, মাহবুব খান,আসিকুর রহমান ভুইয়া, তাহের উদ্দিন,শিরিন বেগম, নারায়ন চক্রবর্তী, প্রমুখ। সভায় ব্ক্তারা বাল্য বিবাহের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সভায় পিফরডির সিলেট রিজিওনের রিজিওনাল কো-অর্ডিনেটর মোঃ আলমগীর মিয়া এবং ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মোছাঃ খোদেজা বেগম অংশ গ্রহন করেন।
মাহবুব খান বাবুল