বাঞ্ছারামপুরে অস্ত্র ও গুলিসহ যুবক আটক

- আপডেট সময় : ০৭:৩৩:০৬ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২ ২৬৭ বার পড়া হয়েছে
ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি ফেরিঘাট সংলগ্ন এলাকা থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলিসহ নায়েব আলী (৩৮) নামে একজনকে আটক করেছে র্যাব।
রোববার রাতে তাকে আটক করা হয়। আটক নায়েব আলী (৩৮) নরসিংদী জেলার মুরাদনগর এলাকার মিজান মিয়ার ছেলে। সোমবার দুপুরে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানির অধিনায়ক, অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, জেলার বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি এলাকায় অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বাঞ্ছারামপুর উপজেলার কড়ইকান্দি ফেরিঘাট সংলগ্ন ইমরান ট্রেডার্সের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে নায়েব আলীকে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রের বিরুদ্ধে র্যাবের এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।