বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০৯:০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৪১ বার পড়া হয়েছে
উৎসব মুখর পরিবেশে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশের সর্বাধিক প্রচারিত বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে। আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের মিলনায়তনে প্রেসক্লাবের সাধারন সম্পাদক বাহারুল ইসলাম মোল্লার সভাপতিত্বে ও জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলালের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেলা কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রেজা। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি জসীম উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, টেলিভিশন জার্নালিষ্ট এসোনিয়েশনের সহ সভাপতি আ.ফ.ম. কাউসার এমরান, নদী প্রান ও প্রাকৃতিক সুরক্ষা সামাজিক সংগঠন (নোঙ্গর) ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি শামীম আহমেদ, জেলা খেলাঘর এর সাধারন সম্পাদক নিহার রঞ্জন সরকার, প্রেসক্লাবের সাবেক সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলাম, প্রেসক্লাবের সহ সভাপতি ইব্রাহিম খান সাদত, আকরাম খান, যুগ্ম সাধারন সম্পাদক শিহাব উদ্দিন বিপু, দপ্তর সম্পাদক শাহজাহান সাজু, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী, মফিজুর রহমান লিমন, সময় টিভির ব্যুরো প্রধান উজ্জল চক্রবর্তী, ৭১ টিভির জেলা প্রতিনিধি জালাল উদ্দিন রুমি, আনন্দ টিভির স্টাফ রিপোর্টার মনির হোসেন টিপু, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি আশেক মান্নান হিমেল, যমুনা টেলিভিশনের প্রতিনিধি শফিকুল ইসলাম, মানবকন্ঠের খন্দকার শফিকুল আলম, লাখো কন্ঠের প্রতিনিধি বাহাদুর আলম, দৈনিক বাংলা প্রতিনিধি মাজহারুল করীম অভি, বাংলাদেশের আলো এর প্রতিনিধি মাঈনুদ্দিন রুবেল, আজকের দর্পন এর প্রতিনিধি মোঃ রাসেল আহমেদ, সঙ্গীত শিল্পী হৃদয় কামাল, পৌরসভার সাবেক কাউন্সিল খবির উদ্দিন, সংবাদকর্মী আব্দুল্লাহ আল নাঈম প্রমুখ। পরে প্রধান অতিথি উপস্থিত সকলকে নিয়ে কেক কাটেন।