ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ২৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হত্যা মামলার এজাহার নামীয় এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নাট্যমের ৩ দিনব্যাপী বার্ষিক আর্ট ক্যাম্পের উদ্বোধন ব্রাহ্মণবাড়িয়ায় শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুর বর্ণাঢ্য র‌্যালীর মধ্যে দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র শিবিরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় অটোচালক নিহত আখাউড়ায় মাজারের পাশ থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার কোটি টাকা মূল্যের ভারতীয় উন্নতমানের মোবাইল ফোনের ডিসপ্লে আটক তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ১ জনকে গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

বাংলাদেশিদের সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার ভারতের গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতাল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২ ১৫৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশিদেরকে সাধ্যমত সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার করেছে ভারতের হায়দ্রাবাদের গ্লানিগেলস গ্লোবাল হাসপাতাল। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ওই হাসপাতালের বাংলাদেশের তথ্য কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে সংশ্লিষ্টরা এ আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, মিস বাংলাদেশ-২০০৭ জান্নাতুল ফেরদৌস পিয়া, হাসপাতালের হেড অব ইন্টারন্যাশনাল জোৎন্সা ঠাকুর, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন। এছাড়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে হাসপাতালের সিইও গৌরব খুরানা বলেন, ‘আমরা সেবা দিতে বদ্ধপরিকর। বাংলাদেশিদেরকে আমরা আমাদের সাধ্যমত সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। এ হাসপাতালের সেবার মান যেমন ভালো তেমনিভাবে খরচো তুলনামূলক কম।’ ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ বলেন, ‘আমাদের দেশের মানুষ সেখানে গিয়ে যেন কম খরচে সুচিকিৎসা পায় সে আহবান রইলো। পাশাপাশি সেবা পেকে যেন কেউ দুর্ভোগের শিকার না হয়।’ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার খৈয়াসারের অবস্থিত ভারতের ওই হাসপাতালের তথ্য কেন্দ্রের পরিচালক তানভীর আহমেদ চৌধুরী জানান, বাংলাদেশি সেবা গ্রহীতাদের কাছ থেকে প্রথমে যাবতীয় তথ্য নেওয়া হবে। পরে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। সেবাগ্রহীতারা বাংলাদেশে বসেই চিকিৎসা খরচ থেকে শুরু করে সব ধরণের তথ্য দেশ থেকে জেনে যেতে পারবেন। হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, সেখানে লিভার প্রতিস্থাপন, কিডনি প্রতিস্থাপন, জয়েন্ট রিপ্লেসমেন্ট, মেরুদন্ডের অস্ত্রোপচার, নিউরোসার্জারি ও ব্রেন টিউমারর সার্জারি, হৃদরোগ বা ধমনীর চিকিৎসা, ল্যাপারোস্কোপিক ও মলদ্বারের অস্ত্রোপচার, মূত্রনালী সংক্রান্ত সমস্যার সেবা দেওয়া হয়। তথ্যকেন্দ্রে এসব চিকিৎসা ব্যয় ও সময় সম্পর্কে ধারণা, চিকিৎসকের অপয়েনমেন্ট দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলাদেশিদের সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার ভারতের গ্লেনিগেলস গ্লোবাল হাসপাতাল

আপডেট সময় : ১১:০৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৭ মার্চ ২০২২

বাংলাদেশিদেরকে সাধ্যমত সর্বোচ্চ সেবা দেওয়ার অঙ্গীকার করেছে ভারতের হায়দ্রাবাদের গ্লানিগেলস গ্লোবাল হাসপাতাল। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় ওই হাসপাতালের বাংলাদেশের তথ্য কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে সংশ্লিষ্টরা এ আশাবাদ ব্যক্ত করেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন, মিস বাংলাদেশ-২০০৭ জান্নাতুল ফেরদৌস পিয়া, হাসপাতালের হেড অব ইন্টারন্যাশনাল জোৎন্সা ঠাকুর, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এমরানুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জাবেদ রহিম বিজন। এছাড়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. লোকমান হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে হাসপাতালের সিইও গৌরব খুরানা বলেন, ‘আমরা সেবা দিতে বদ্ধপরিকর। বাংলাদেশিদেরকে আমরা আমাদের সাধ্যমত সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবো। এ হাসপাতালের সেবার মান যেমন ভালো তেমনিভাবে খরচো তুলনামূলক কম।’ ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. একরাম উল্লাহ বলেন, ‘আমাদের দেশের মানুষ সেখানে গিয়ে যেন কম খরচে সুচিকিৎসা পায় সে আহবান রইলো। পাশাপাশি সেবা পেকে যেন কেউ দুর্ভোগের শিকার না হয়।’ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার খৈয়াসারের অবস্থিত ভারতের ওই হাসপাতালের তথ্য কেন্দ্রের পরিচালক তানভীর আহমেদ চৌধুরী জানান, বাংলাদেশি সেবা গ্রহীতাদের কাছ থেকে প্রথমে যাবতীয় তথ্য নেওয়া হবে। পরে চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে যাবতীয় ব্যবস্থা নেওয়া হবে। সেবাগ্রহীতারা বাংলাদেশে বসেই চিকিৎসা খরচ থেকে শুরু করে সব ধরণের তথ্য দেশ থেকে জেনে যেতে পারবেন। হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানায়, সেখানে লিভার প্রতিস্থাপন, কিডনি প্রতিস্থাপন, জয়েন্ট রিপ্লেসমেন্ট, মেরুদন্ডের অস্ত্রোপচার, নিউরোসার্জারি ও ব্রেন টিউমারর সার্জারি, হৃদরোগ বা ধমনীর চিকিৎসা, ল্যাপারোস্কোপিক ও মলদ্বারের অস্ত্রোপচার, মূত্রনালী সংক্রান্ত সমস্যার সেবা দেওয়া হয়। তথ্যকেন্দ্রে এসব চিকিৎসা ব্যয় ও সময় সম্পর্কে ধারণা, চিকিৎসকের অপয়েনমেন্ট দেওয়া হবে।