বন্ধন এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার উ্দ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত।
- আপডেট সময় : ০২:২৯:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ এপ্রিল ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে
২৩ এপ্রিল রবিবার সন্ধ্যায় কাউতুলীস্থ স্বপ্নতরী কনফারেন্স হল রুমে বন্ধন এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বন্ধন এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি মো মাসুদ রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছিলেন রেড ক্রিসেন্ট ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মো শাহআলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মুল্লা, বন্ধন এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার সদস্য জাহিদুল ইসলাম মানিক। স্বাগত বক্তব্য রাখেন বন্ধন এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ মোরশেদ। এসময় আরো উপস্থিত ছিলেন বন্ধন এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার সদস্য হিরণ খান, এস কে কামাল,গোলাম মুরশেদ মনির, টুটুল, মুরাদ, শিমুল সন্তুষ চৌধুরীসহ আরো অনেকেই। বন্ধন এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার সদস্য সোহরাব হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে ফুলেল শুভেচছা মাধ্যমে আমন্ত্রিত অতিথিদের বরণ ও সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং লটারি মাধ্যমে উপস্থিত দশজন সদস্য ও সদস্যদের পরিবারের মাঝে পুরুষ্কার প্রদানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।