বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকীতে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের দোয়া ও খাবার বিতরণ

- আপডেট সময় : ১১:৫২:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ অগাস্ট ২০২২ ১৩৬ বার পড়া হয়েছে
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও শোক দিবসে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়া জোনের পক্ষ থেকে সকল শহীদের প্রতি দোয়া ও আলোচানা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দুপুর ১২ টায় জেলা শহরের পশ্চিম মেড্ডা এলাকায় জোনাল অফিস কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জোনের সহকারী পরিচালক ও জোনাল ম্যানেজার মোঃ মোর্শেদুজ্জামানের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার এনজিও ফেডারেশনের সভাপতি এসএম শাহীন। এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ শামীম আহমেদ, স্বপ্নতরী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ তাহের উদ্দিন ভূইঁয়া, আশা সংস্থার ডেপুটি ম্যানেজার মোঃ মোস্তফা, ব্রাহ্মণবাড়িয়া জোনের সিনিয়র ম্যানেজার (এডঃএন্ডএকাঃ) মোঃ মেছবাহ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া এরিয়ার সিনিয়র ব্যবস্থাপক ও এরিয়া ম্যানেজার সিপন কুমার মাঝি, ব্রাহ্মণবাড়িয়া সদর ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার নন্টুবরণ সরকারসহ সকল ষ্টাফসহ এলাকার স্থানীয় গন্যমান্য ব্যক্তিবগ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল শেষে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের পক্ষ থেকে শতাধিক দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়।